আমরা ধর্মের নামে রাজনীতি করি না: সিরাজুল মামুন
খেলাফত মজলিস মনোনীত এবং জামায়াতে ইসলামী ও এনপিসিসহ ১০ দল সমর্থিত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন বলেছেন, আমরা ধর্মের নামে রাজনীতি করি না। আমরা ধর্ম নিয়ে সবসময় কাজ করি। রাজনীতি থেকে যদি ধর্মকে বাদ দেওয়া হয় তাহলে সেখানে বিশ্বাসঘাতকতা, প্রতিশ্রুতি ভঙ্গ, আদালতের লঙ্ঘন ছাড়া আর কিছুই মানুষ পাবে না। যাদের ব্যক্তি জীবনে আল্লাহর ভয় নাই, সে ব্যক্তি প্রতিশ্রুতি পালন করবে, ইনসাফ করবে এটা বিশ্বাস করা যায় না।
শুক্রবার (২৩ জানুয়ারি) দেওয়াল ঘড়ি মার্কার নির্বাচনী প্রচারণা উপলক্ষে বন্দর সিরাজুদ্দৌলা ক্লাব মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি।
তিনি বলেন, আজকে নতুন রাজনীতি শুরু হয়েছে বাংলাদেশে। নতুন রাজনীতি, সেই রাজনীতি হচ্ছে আদর্শের রাজনীতি। আল্লাহকে ভয় যারা করবে তারা নেতৃত্বে আসবে। মানুষ বঞ্চিত, অত্যাচারিত হয়েছে। আর দেশের মানুষ সহ্য করবে না ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, বন্দরবাসীর যে দাবিগুলো, ইনশাআল্লাহ নির্বাচিত হলে যত দ্রত সম্ভব আপনাদের সবাইকে নিয়ে একসাথে করে আমরা সবার সঙ্গে পরামর্শ করে কাজ করবো। আপনাদের সবার সাথে কথা বলবো। স্বল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ বন্দরের সব দাবিগুলো, সব মানুষের কষ্টগুলো- গ্যাসের কষ্ট, পানির সংকট, মানুষের যন্ত্রণা, রাস্তাঘাটের কষ্ট- সব কিছু সমাধান হবে ইনশাল্লাহ।
তিনি বলেন, নতুন রাজনীতি এই নতুন বন্দোবস্তের কথা যারা আমরা বলছি, ইনশাআল্লাহ বাংলাদেশের এই পুরনো প্রচার অর্জনের দিন শেষ হয়ে গেছে। বাংলার মানুষ ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে এক নতুন যুগে ১০ দল প্রত্যাবর্তন করবে।
জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দীন আহমদ। সমাবেশ শেষে সিরাজুদ্দৌলা ক্লাব মাঠ থেকে নবীগঞ্জ রেললাইন পর্যন্ত প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহানগরের সহসাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মুফতী শেখ শাব্বীর আহমাদ। এছাড়া উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জামায়াতে ইসলামীর মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহসাধারণ সম্পাদক মুফতী বশীর আহমদ, জামায়াতের বন্দর উপজেলা আমীর মাওলানা খুরশিদ আলম ফারুকী, উত্তর থানা আমীর মুফতী আতিকুর রহমান, দক্ষিণ থানা আমীর ফজলুল হাই জাফরী, খেলাফত মজলিসের বন্দর থানা পূর্ব সভাপতি মুফতী আবুল কাসেম, পশ্চিম সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, জেলা সভাপতি আনাস আহমদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর সদস্য সচিব হৃদয় ভূঁইয়া, বন্দর থানা আহবায়ক তানভীর জিসান প্রমুখ।





































