২২ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৩, ২১ জানুয়ারি ২০২৬

প্রতিবন্ধী অটোচালক সোহেল হত্যাকাণ্ড: পরিবারের পাশে অঞ্জন দাস

প্রতিবন্ধী অটোচালক সোহেল হত্যাকাণ্ড: পরিবারের পাশে অঞ্জন দাস

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রতিবন্ধী অটোচালক সোহেল হত্যাকা-ের ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ-৩ আসনের মাথাল মার্কার প্রার্থী অঞ্জন দাস।

বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে দলীয় প্রতীক ‘মাথাল’ বরাদ্দ পাওয়ার পরপরই তিনি নিহত সোহেলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের খোঁজখবর নেন এবং ন্যায়বিচারের দাবিতে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অঞ্জন দাস বলেন, “একজন প্রতিবন্ধী শ্রমজীবী মানুষকে এভাবে হত্যা করা শুধু পরিবারের ক্ষতি নয়, এটি সমাজ ও রাষ্ট্রের ব্যর্থতার প্রমাণ। দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “যে সমাজে একজন অটোচালক নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের জীবনের নিশ্চয়তা নেই। এই ভয়, দখল ও অপরাধের রাজনীতির অবসান ঘটাতেই আমরা লড়ছি।”

নিহতের স্ত্রী রাজিয়া আক্তার ও দুই কন্যাসন্তানের প্রতি সমবেদনা জানিয়ে অঞ্জন দাস বলেন, “এই পরিবার একা নয়। আমরা আইনি লড়াইসহ সব গণতান্ত্রিক উদ্যোগে তাদের পাশে থাকব।”

উল্লেখ্য, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার মুছারচর উত্তরপাড়া এলাকার রাস্তার ঢাল থেকে স্কচটেপ মোড়ানো প্রতিবন্ধী অটোচালক সোহেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়