৯ দল আল আমিনের সঙ্গে, বিদ্রোহী রিকশা
নারায়ণগঞ্জ-৪ আসনে দশ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে ঘোষণা করা হলেও এ সিদ্ধান্ত মানেনি বাংলাদেশ খেলাফত মজলিস। জামায়াতে ইসলামীসহ জোটের অন্য দলের প্রার্থীরা সরে দাঁড়ালেও আসনটিতে ‘রিকশা’ প্রতীকে লড়ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হোসেন।
এ নিয়ে ব্রিবতকর পরিস্থিতিতে পড়েছে জোটের প্রার্থী ও শরিক দলের নেতারা। যদিও এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন বলছেন, নয়টি দল তার পক্ষে রয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) আসনগুলোতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এনসিপির দলীয় প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে লড়ছেন আল আমিন।
এর আগে মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন থাকলেও ওইদিন জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে দলীয় নেতার প্রার্থিতা বহাল রাখে বাংলাদেশ খেলাফত মজলিস। রাতে এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা জানান, তারা আসন সমঝোতার পরও কয়েকটি আসনে প্রার্থিতা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ওই তালিকায় নারায়ণগঞ্জ-৪ আসনটিকেও তারা রেখেছেন।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন বলেন, “১০ দলীয় জোটের পক্ষ থেকে আসনটিতে আমাকে চূড়ান্ত করা হয়েছে। নয়টি দল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমার সঙ্গে থাকলেও বাংলাদেশ খেলাফত মজলিস তাদের প্রার্থীকে সরিয়ে নেয়নি। আমি এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না। কিন্তু আমি মনে করি, জোটের সিদ্ধান্তের প্রতি সকলের শ্রদ্ধাশীল হওয়া উচিত।”
বাংলাদেশ খেলাফত মজলিসকে সারাদেশে ২৩টি আসন ছাড়া হয়েছে। সেই তালিকায় নারায়ণগঞ্জ-৪ আসন ছিল না বলেও জানান এনসিপির এ নেতা।
তিনি বলেন, “বিষয়টি জোটের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। ওনারা বিষয়টা দেখতেছেন বলে জানিয়েছেন।”





































