মাথাল সংগ্রাম, প্রতিবাদ ও প্রতিরোধের প্রতীক: তারিকুল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী হিসেবে মাথাল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারিকুল ইসলাম সুজন।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ে প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এ সময় তারিকুল ইসলাম সুজনের হাতে মাথাল প্রতীক তুলে দেওয়া হয়।
প্রতীক গ্রহণ শেষে গণমাধ্যমের সঙ্গে প্রতিক্রিয়ায় তারিকুল ইসলাম সুজন বলেন, “এই নির্বাচন কোনো একক ব্যক্তি বা আসনের লড়াই নয়; এটি ভয়, দখলদারিত্ব, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সন্ত্রাস ও ক্ষমতার অপব্যবহারের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই অবস্থা আর মেনে নেওয়া যায় না।”
তিনি বলেন, “মাথাল প্রতীক আমাদের সংগ্রাম, প্রতিবাদ ও প্রতিরোধের প্রতীক। এই প্রতীক নিয়ে আমি কোনো ক্ষমতার দরবারে নয়, সরাসরি জনগণের আদালতে হাজির হয়েছি। শহর ও বন্দরের শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া জনগণ, তরুণ সমাজ এবং নির্যাতিত নাগরিকদের সঙ্গেই এই লড়াই এগিয়ে নিয়ে যাবো।”
তিনি আরও বলেন, “আমরা ক্ষমতার কাছে মাথা নত করার রাজনীতি করি না। মানুষের মর্যাদা, ন্যায় ও অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। দখলদার ও লুটেরাদের হাত থেকে নারায়ণগঞ্জকে মুক্ত করতে জনগণ পাশে থাকলে, এই আসন থেকেই পরিবর্তনের সূচনা হবে—ইনশাআল্লাহ।”
তারিকুল ইসলাম সুজন বলেন, “এই নির্বাচনে মাথাল প্রতীকে ভোট দেওয়া মানে অন্যায়, ভয়ভীতি ও অবিচারের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নারায়ণগঞ্জ-৫ আসনের মানুষ এবার নীরব থাকবে না; তারা পরিবর্তনের পক্ষে রায় দেবে।”





































