সবাই আমাকে চিনে, হাতি মার্কা খারাপ না: মোহাম্মদ আলী
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী মোহাম্মদ আলী বলেছেন, “আমি একজন মুক্তিযোদ্ধা। এই আসনের সবাই আমাকে চেনে। হাতি মার্কা খারাপ না, হাতি মার্কাই সবচেয়ে ভালো জিনিস।”
বুধবার (২১ জানুয়ারি) সকালে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ আলী বলেন, “ফতুল্লা এলাকায় কোনো সরকারি মেডিকেল নেই, পর্যাপ্ত খেলার মাঠ নেই। সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। এসব বিষয় আমাদের নির্বাচনী ইশতেহারে বিস্তারিতভাবে তুলে ধরা হবে।”
এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে মোট ৪৭ জন প্রার্থীর নির্বাচনী প্রতীক ঘোষণা করেন।





































