কোনো প্রতিশ্রুতি নয়, এবার বাস্তবায়নের পালা: মুফতি মাসুম বিল্লাহ
ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, “কোনো প্রতিশ্রুতি নয়, কোনো আশ্বাস নয়; এবার হবে বাস্তবায়নের পালা। নির্বাচিত হয়ে আমরা জনগণের সকল প্রত্যাশা পূরণ করবো, ইনশাআল্লাহ। সরকারি বরাদ্দের শতভাগ উন্নয়নের কাজে ব্যয় করবো।”
বুধবার (২১ জানুয়ারি) হাতপাখা প্রতীক বরাদ্দ পেয়ে উচ্ছসিত জনতার সামনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “এবার মানুষ পরিবর্তন চায়। ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে আমরা কাজ করে যাব, ইনশাআল্লাহ।”
এসময় নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল ও অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।





































