২২ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০২, ২১ জানুয়ারি ২০২৬

দুইটি আসনেই বিপুল ভোটে জয়লাভ করবো: গিয়াস উদ্দিন

দুইটি আসনেই বিপুল ভোটে জয়লাভ করবো: গিয়াস উদ্দিন

নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং বহিষ্কৃত বিএনপি নেতা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, “ছাত্রজীবন থেকে জনগণের কল্যাণে কাজ করে আসছি। নেতাকর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। সেই সুবাদে তারা ও এলাকার জনগণ আমার সাথে আছে। আল্লাহ ও জনগণের উপর আস্থা রাখি, এই নির্বাচনে দুইটি আসন থেকেই আমি সফলতা আনবো।”

বুধবার (২১ জানুয়ারি) সকালে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গিয়াস উদ্দিন বলেন, “জাতীয় পর্যায়ের অনেক নেতা একটি আসন থেকে নির্বাচন করেন, আর আমি দুইটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। এটি অবশ্যই চ্যালেঞ্জিং। তবে আমার দৃঢ় বিশ্বাস, জনগণ ও নেতাকর্মীরা আমার প্রতি আস্থাশীল ও সহানুভূতিশীল। ইনশাআল্লাহ আমরা কাজ করে বিজয় অর্জন করতে সক্ষম হবো।”

তিনি আরও বলেন, “আমি আগে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। এবারে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাসে সিদ্ধিরগঞ্জ থানাকে সোনারগাঁয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে। চারটি আসনের নেতাকর্মীরা চেয়েছেন আমি চার আসন থেকেই নির্বাচন করি। বিশেষ করে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের অসংখ্য নেতাকর্মীর সঙ্গে আমার দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের সম্পর্ক রয়েছে। তাদের দাবির প্রতি সম্মান রেখেই আমি দুইটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছি।”

গিয়াস উদ্দিন বলেন, “ছাত্রজীবন থেকে দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে দলের নেতাকর্মীরা আমার পাশে ছিলেন। বহু নির্যাতন ও অত্যাচারের মধ্যেও তারা আমাকে ছেড়ে যায়নি। এখনও বিএনপির অধিকাংশ নেতাকর্মী আমাকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে এবং আমার সঙ্গে কাজ করছে। যদিও দুইটি আসনে নির্বাচন করা কষ্টসাধ্য, তবে জনগণই আমার শক্তি। জনগণের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আমি আশা করি, দুইটি আসনেই বিপুল ভোটে জয়লাভ করবো।”

এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪ উভয় আসনে মুহাম্মদ গিয়াস উদ্দিনকে নির্বাচনী প্রতীক হিসেবে ‘ফুটবল’ বরাদ্দ দেন। একইসঙ্গে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের অন্যান্য ৪৬ জন প্রার্থীর প্রতীকও ঘোষণা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়