জয়ে আশাবাদী শাহ আলম, বললেন ‘আমরাই বিএনপি’
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বিএনপির ভোট বিভাজন নিয়ে এক প্রশ্নের জবাবে ‘আমরাই বিএনপি’ বলে মন্তব্য করেছেন আসনটির স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা মোহাম্মদ শাহ আলম।
বুধবার (২১ জানুয়ারি) সকালে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মোহাম্মদ শাহ আলম বলেন, “আমি নির্বাচনে থাকব। যদি নিরপেক্ষ নির্বাচন হয়, প্রশাসন নিরপেক্ষ থাকে—নারায়ণগঞ্জ-৪ আসনের জনগণ মার্কা দেখে নয়, ব্যক্তি দেখে আমাকে ভোট দেবে। আমি তাদের ভোটে জয়ী হবো।”
তিনি আরও বলেন, “আমাকে একটি সুযোগ দিন। আমি বিজয়ী হলে সবাইকে নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনকে সুন্দর করে সাজাবো এবং সন্ত্রাসমুক্ত করবো। জলাবদ্ধতাসহ এলাকার সব সমস্যার সমাধানে কাজ করবো।”
এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমকে নির্বাচনী প্রতীক হিসেবে ‘হরিণ’ প্রতীক বরাদ্দ দেন। একই সঙ্গে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের অন্যান্য ৪৬ জন প্রার্থীর নির্বাচনী প্রতীকও ঘোষণা করা হয়।





































