যাত্রীবাহী বাস থেকে ইয়াবা উদ্ধার, ৩ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁ থানার আষারিয়ার চরস্থ মেসার্স বিসমিল্লাহ সিএনজি ফিলিং স্টেশন এর সামনে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস ‘হানি এন্টারপ্রাইজ’ (ঢাকা-মেট্রো-ব-১৪-৫২৯৮) থেকে ১৫ হাজার ৭ শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মুড়িয়া গ্রামের জসিম মিয়ার মেয়ে শাহেনা আক্তার বৃষ্টি (২০), একই এলাকার জয় মালের পুত্র মো. রাজা (২৮) ও গোলাম হোসেনের পুত্র মো. মিঠুন লাল (৩৮)।
জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইকবাল মাহমুদ দিপু নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বাসে অভিযান চালান। তারা একটি টিনের চুলার ভিতর এবং একটি স্টিলের পাইপে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
ঘটনার পর বুধবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলা দায়ের করেছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।