সোনারগাঁয়ে সীমানা প্রাচীর বিরোধে হামলা, নারীসহ আহত ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সীমানা প্রাচীরকে কেন্দ্র করে সংখ্যালঘু পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুভাষ বিশ্বাস (৪০) ও দুই নারীসহ তিনজন আহত হয়েছেন।
বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার পর সংখ্যালঘু পরিবারের পক্ষ থেকে সুভাষ বিশ্বাস বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জামপুর ইউনিয়নের বস্তল গ্রামের সুভাষ বিশ্বাসের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে একই এলাকার নবী হোসেনের বিরোধ চলে আসছিল। এর ধারাবাহিকতায় বুধবার দুপুরে সুভাষ বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে নবী হোসেনের ভাতিজা তাকে ডাক দিলে নবী হোসেন এগিয়ে এসে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে নবী হোসেন সুভাষকে মারধর শুরু করে। এ সময় নবীর ছেলে ইমন ও তানভীর লাঠি ও বাঁশ দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে সুভাষকে।
তার ডাক চিৎকারে সুভাষের মা এবং ছোট ভাইয়ের স্ত্রী এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। এক পর্যায়ে নবী হোসেন বাঁশ দিয়ে সুভাষের নাকে আঘাত করলে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে অভিযুক্ত নবী হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হক বলেন, “সীমানা প্রাচীর নিয়ে একটি মারামারির ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে।”