১০ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪০, ৯ নভেম্বর ২০২৫

জালকুড়িতে মাইক্রোবাসে তরুণীকে ধর্ষণের অভিযোগ

জালকুড়িতে মাইক্রোবাসে তরুণীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তুলে ধর্ষণের অভিযোগে ছয়জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন ১৯ বছর বয়সী এক নারী। রোববার (৯ নভেম্বর) দিবাগত রাত বারোটার দিকে ছয়জনকে অভিযুক্ত করে ভুক্তভোগী নারী সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম।

ভুক্তভোগী নারীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা পাঠানো হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, শুক্রবার দুপুরে জালকুড়ি দশপাইপ এলাকার নির্জন স্থানে মাইক্রোবাস থামিয়ে তার ভেতরে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্তদের সকলের বয়স অনুর্ধ্ব ৩০ বছর। মামলার তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম প্রকাশ না করার অনুরোধ জানান ওসি।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, অভিযুক্তরা তার প্রতিবেশী হওয়াতে পূর্বপরিচিত। ২০১৭ সালে অভিযুক্তদের একজনের কাছ থেকে ৪ লাখ টাকা ধার করেন ভুক্তভোগীর মা। ওই টাকা বিভিন্ন ধাপে ২০২২ সালেই পরিশোধ করা হয়ে যায়। কিন্তু বন্ধকের সময় লিখিতভাবে নেওয়া নন-জুডিসিয়াল স্ট্যাম্পটি ফেরত দিচ্ছিলেন তা পাওনাদার।

গত শুক্রবার দুপুরে এক স্ট্যাম্প ফেরত দেওয়ার কথা বলে তাকে সাইনবোর্ড এলাকায় ডেকে নেওয়া হয়। পরে মাইক্রোবাসে তুলে কিছু দূরে জালকুড়ি দশপাইপ এলাকার একটি নির্জন স্থানে মাইক্রোবাসের ভেতরেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীর।

ভুক্তভোগীর অভিযোগের বরাতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর বলেন, “দুই নম্বর বিবাদী তাকে ধর্ষণ করেছে এবং অপর অভিযুক্তরা ধর্ষণে সহযোগিতা করেছে। ধর্ষণের পর তাকে আবার গাড়ি থেকে সাইনবোর্ড এলাকায় নামিয়ে দেওয়া হয়। তদন্তের স্বার্থে অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”

সর্বশেষ

জনপ্রিয়