১০ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫৬, ৯ নভেম্বর ২০২৫

আপডেট: ১৭:৫৭, ৯ নভেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে ব্যক্তিগত সম্পত্তি ‘রাস্তা’ দেখানোর প্রতিবাদে মানববন্ধন

সিদ্ধিরগঞ্জে ব্যক্তিগত সম্পত্তি ‘রাস্তা’ দেখানোর প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিডিএস ভূমি জরিপে ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। রবিবার (৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন জমা দেন।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য এমরান হোসেন, আনোয়ারা বেগম ও নিপা বেগম বক্তব্য রাখেন।

এমরান হোসেন অভিযোগ করে বলেন, “আমার সিদ্ধিরগঞ্জ থানাধীন খোর্দ্দঘোষপাড়া মৌজার ১১২নং আরএস দাগে পৈতৃক সম্পত্তি রয়েছে। ২০২২ সালে বিডিডিএল নামের একটি কোম্পানি অসৎ উদ্দেশ্যে ১১১নং দাগে রাস্তা নির্মাণের জন্য আমার ১১২নং দাগের জমি থেকে প্রায় এক শতাংশ ভূমি সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণের কাজে ব্যবহার করে। সাজু ডেভেলপার, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্যের সহযোগী শাহজালাল বাদলসহ কয়েকজন সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে আমার জমির ওপর দিয়ে জোরপূর্বক ড্রেন নির্মাণ করে।”

তিনি আরও বলেন, “সে সময় রাজনৈতিক কারণে আমি কোনো ব্যবস্থা নিতে পারিনি। পরে ২০২৫ সালের মার্চ মাসে বিডিএস জরিপ শুরুর সময় বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করি এবং মানববন্ধনও করি। কিন্তু এখনো কোনো প্রতিকার পাইনি। তাই আমার পৈতৃক সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি।”

সর্বশেষ

জনপ্রিয়