সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের তাঁতখানার বউবাজার এলাকায় অবস্থিত ইউনাইটেড নিটওয়্যার গার্মেন্টসের শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। শনিবার দুপুরে তারা গার্মেন্টসের সামনে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ অবস্থায় পুলিশের সহায়তায় মালিক পক্ষে শ্রমিকদের বেতন পরিশোদের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
কারখানার আন্দোলনরত শ্রমিকরা জানায়, এ কারখানার শ্রমিকদের গত জুলাই মাসের বেতন বকেয়া রয়েছে। গত বৃহস্পতিবার বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু মালিক পক্ষ বৃহস্পতিবার বেতন পরিশোধ করেনি। ফলে আমরা আন্দোলন করতে বাধ্য হয়েছি। এসময় গার্মেন্টসের সামনে শ্রমিক ও কর্মচারীরা তাদের বকেয়া বেতন ভাতার দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বেতন ভাতা পরিশোধের দাবি জানায়।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪’র নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা বলেন, ইউনাইটেড নিটওয়্যার গার্মেন্টসে এক হাজার শ্রমিক কাজ করে। তাদের জুলাই মাসের বেতন বকেয়া রয়েছে। বৃহস্পতিবার তাদের বকেয়া বেতন দেয়ার কথা থাকলেও ব্যাঙ্কিং সমস্যার কারণে তারা পরিশোধ করতে পারেনি। ফলে শ্রমিকরা বৃহস্পতিবার রাত ৯টায় সড়কে নেমে এসেছিল। আমরা তাদেরকে বুঝিয়ে শান্ত করেছি। শনিবার শ্রমিকরা বেতন পরিশোধের দাবিতে কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নেয়। পরে মালিক পক্ষ তাদেরকে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়।