রিকশা হারানোর দায়ে চালককে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিকশা হারানোর দায়ে এক চালককে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে মালিকের বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে মিজমিজি মালেক মেম্বার পুল এলাকায়।
ভুক্তভোগী রিকশাচালকের নাম আজিজুল ইসলাম সাগর (২৮)। জানা যায়, একই দিন সিদ্ধিরগঞ্জের সিমরাইল এলাকা থেকে সাগরের চালানো রিকশাটি চুরি হয়ে যায়। বিষয়টি সে মালিক সাইদুল ইসলামকে জানালে মালিক ক্ষতিপূরণ দাবি করেন। ক্ষতিপূরণ না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সাইদুল রিকশাচালক সাগরকে শিকল দিয়ে বেঁধে রাখেন এবং তার পরিবারকে টাকা দিয়ে ছাড়িয়ে নিতে বলেন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছান এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন। সাংবাদিকদের উপস্থিতিতে মালিক ভুল স্বীকার করে সাগরকে মুক্তি দেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আতাউর রহমান বলেন, “সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে আমাদের পৌঁছানোর আগেই মালিক শিকল খুলে দেয়। পরে সাগরকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।”