১৪ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২:৪৩, ১৩ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:৫২, ১৩ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে পৃথক স্থান থেকে গৃহবধূ ও যুবকের মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে পৃথক স্থান থেকে গৃহবধূ ও যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক স্থান থেকে গৃহবধূ ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা ও সাড়ে ৯টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শিমরাইল মোড় এলাকার রুবেল মিয়ার স্ত্রী লাকি আক্তার (৩৫)-এর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয় সাড়ে ৯টার দিকে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, লাকি আক্তার দীর্ঘ ৬-৮ মাস ধরে নিরব নামের এক যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে যাতায়াত করতেন। মঙ্গলবার রাতে নিরবের বাসায় এলে সেখানেই তার মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, নিরবই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

এর আগে সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ডিএনডি লেকে আনুমানিক ২১ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ পানিতে ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

দুটি মরদেহই ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়