১৪ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:৪৮, ১২ আগস্ট ২০২৫

রংধনু গ্রুপের মালিক ও দুই ছেলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

রংধনু গ্রুপের মালিক ও দুই ছেলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ভুয়া বন্ধকের মাধ্যমে হাজার কোটি টাকার ঋণ আত্মসাতের অভিযোগে রংধনু গ্রুপের মালিক রফিকুল ইসলাম এবং তার দুই ছেলে কাওসার আহমেদ অপু ও মেহেদী হাসান দিপুর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১১ আগস্ট) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ এ বিষয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, নারায়ণগঞ্জের সিলভার ফুড ইন্ডাস্ট্রিজের অনুকূলে ইসলামী ব্যাংকের চট্টগ্রামের আন্দরকিল্লা শাখা থেকে এক হাজার কোটি টাকা ঋণ নিয়ে পাচার করেছেন মেহেদী হাসান দিপু ও কাওসার আহমেদ অপু। এর বাইরে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং বিদেশে পলায়ন ঠেকাতে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন। আদালত আবেদনটি মঞ্জুর করেন।

সর্বশেষ

জনপ্রিয়