১৪ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫২, ১৪ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ-২: প্রার্থিতা ফিরে পেলেন মুফতি হাবিবুল্লাহ

নারায়ণগঞ্জ-২: প্রার্থিতা ফিরে পেলেন মুফতি হাবিবুল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ-২ আসন (আড়াইহাজার) থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুফতি হাবিবুল্লাহ হাবিবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) ইসিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

মনোনয়ন বৈধ ঘোষণার পর অধ্যক্ষ মুফতি হাবিবুল্লাহ হাবিব মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুফতি হাবিবুল্লাহ হাবিব বলেন, “মনোনয়ন বৈধ হওয়ায় আমরা আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞ। নারায়ণগঞ্জ-২ আসনে নির্বাচনী প্রস্তুতির সব কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আমাদের নেতাকর্মীরা মাঠে নামার জন্য প্রস্তুত রয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হলে আমরা গণসংযোগ ও নির্বাচনী প্রচারে পূর্ণ উদ্যমে অংশ নেব।”

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রাজনীতি করে। আড়াইহাজারবাসীর ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা নির্বাচনে বিজয়ী হবো বলে দৃঢ় আশাবাদী। ইনশাআল্লাহ, হাতপাখা প্রতীক বিজয়ী হবে।

সর্বশেষ

জনপ্রিয়