ছাত্রনেত্রী নিসা ডেঙ্গু আক্রান্ত: দ্রুত আরোগ্য কামনা

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক ও ছাত্রনেত্রী জান্নাতুল ফেরদৌস নিসা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তার অসুস্থতার খবরে সংগঠনের নেতা-কর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সুস্থতা কামনা করেছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৌরভ সেন বলেন, “আমরা জান্নাতুল ফেরদৌস নিসার দ্রুত আরোগ্য কামনা করছি। বর্তমানে নারায়ণগঞ্জে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। প্রশাসনের উদাসীনতা ও কার্যকর পদক্ষেপের অভাবে প্রতিদিন অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে জোরালো ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
তারা আরও বলেন, “আমরা নারায়ণগঞ্জবাসীকে আহ্বান জানাই- নিজ নিজ আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখুন, জমে থাকা পানি ফেলে দিন, মশার প্রজননস্থল ধ্বংস করুন। জ্বর বা অসুস্থতা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নিন। জনগণ সচেতন ও সক্রিয় হলে ডেঙ্গুর বিস্তার রোধ সম্ভব।”
ছাত্র ফেডারেশনের নেতারা প্রশাসনের পাশাপাশি নাগরিক উদ্যোগকেও সমান গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
তাদের মতে, “যদি জনগণ নিজের জায়গা থেকে সচেতন হয়, তবে এই মহামারি প্রতিরোধ করা কঠিন কিছু নয়।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা অব্যাহত রাখবে এবং আক্রান্ত সহকর্মীদের পাশে থাকবে।