১৫ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৮, ১৪ অক্টোবর ২০২৫

বিএনপি একটি শিক্ষা প্রতিষ্ঠান: খোরশেদ

বিএনপি একটি শিক্ষা প্রতিষ্ঠান: খোরশেদ

বন্দর থানা ও উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল ও শ্রমিক দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নাসিকের অন্তর্গত বন্দরের ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ, মিছিল ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন মহানগর যুবদলের সাবেক সভাপতি ও ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার (খোরশেদ)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বন্দরের খেয়াঘাট থেকে শুরু হয়ে রূপালী আবাসিক এলাকা ও শাহ মসজিদ ঘুরে আবার খেয়াঘাটে এসে মিছিল ও গণসংযোগ শেষ করা হয়।

সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তা খোরশেদ বলেন, বিএনপি একটি শিক্ষা প্রতিষ্ঠান; শহীদ জিয়ার কর্মজীবন আমাদের পাঠ্যসূচি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাদের শিক্ষক। যারা শিক্ষকের মূল্যায়নে উপযুক্ত বিবেচিত হবেন, তারাই দলীয় মনোনয়ন পাবেন এবং জনগণের কাছে দলকে প্রতিনিধিত্ব করবেন।

খোরশেদ আরও বলেন, “দলের জন্য কোনো ভাঙন, কাদা ছোড়াছুড়ি বা দলকে দুর্বল করার কাজ চলবে না। আমরা কাউকে ব্যক্তিগতভাবে অনুসরণ করে চলব না; সকলেই বিএনপির অভিন্ন আদর্শে ঐক্যবদ্ধ থাকব। যাকে দল মনোনয়ন দেবে আমরা তার পক্ষে কাজ করব, সবচেয়ে বড় লাভ হলো দল ও ধানের শীষ।”

তিনি সংগঠনের ত্যাগী নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, “গত ১৬ বছর আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন, মামলা-হামলার শিকার হয়েছেন, ৫ আগস্টের পর যাঁরা নীরবে ছিলেন আপনারা আবার মাঠে নেমেছেন। এই ঐক্য বজায় রাখতে হবে। আগামী জাতীয় নির্বাচনে ঘরে-ঘরে পৌঁছে ১৫ শতাংশ ভোটপ্রাপ্ত প্রজন্ম (জেনারেশন জেড) থেকে ভোট আদায় করতে হবে।”

সমাবেশে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে কর্মী-সমর্থকরা ধানের শীষের প্রচারনা চালান।

সর্বশেষ

জনপ্রিয়