ফতুল্লায় ইসলামী আন্দোলন কুতুবপুর ইউনিয়নের সম্মেলন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর সাংগঠনিক ইউনিয়নের উদ্যোগে ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) বিকেল ৩টায় রামারবাগের পুতুল ঘর কনভেনশন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান বক্তা দলের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম বলেন, “সম্প্রতি কিছু সংগঠন যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি তুলেছে, যা ইসলাম, সংবিধান ও বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্র। ইসলামী শরীয়তে যৌনপেশা সম্পূর্ণ হারাম এবং সমাজের নৈতিক ভিত্তিকে ধ্বংস করে দেয়। এই চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেয়া হবে না।”
তিনি আরও বলেন, “আমরা চাই, দেশ PR (অনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন করুক। প্রয়োজনীয় সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন হতে পারে না।”
জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম বলেন, “২৪শে গণঅভ্যুত্থানের মাধ্যমে যেভাবে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারকে হটানো হয়েছে, নতুন কোনো ফ্যাসিবাদী শক্তি এলেও জনগণ আন্দোলনে নামবে।”
বিশেষ অতিথি ফতুল্লা থানা সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম বলেন, “স্থানীয় নির্বাচন আগে অনুষ্ঠিত হওয়া উচিত, যাতে জনগণের আস্থা প্রতিষ্ঠিত হয়।”
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা শাখার সহ-সভাপতি আলহাজ মুহাম্মাদ আমান উল্লাহ, সেক্রেটারি মুহাম্মাদ জুবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক হাজী মুহাম্মাদ রুবেল হোসাইনসহ সহযোগী সংগঠন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনের শেষ পর্যায়ে প্রধান অতিথি মাওলানা গাজী আতাউর রহমান পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন মুহাম্মাদ মাসুদুর রহমান। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মাদ মোশারফ হোসেন ও মুহাম্মাদ ইউনুছ গাজী। সেক্রেটারি পদে মনোনীত হন মুহাম্মাদ আবুল বাশার আল আজাদ।