২২ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০০, ২১ জানুয়ারি ২০২৬

জামিনে মুক্তি পেয়ে নারী ইউপি সদস্যকে হত্যার হুমকি

জামিনে মুক্তি পেয়ে নারী ইউপি সদস্যকে হত্যার হুমকি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদের বিরুদ্ধে এক নারী ইউপি সদস্যকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী নারী সদস্য হলেন বক্তাবলী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হাসনা ভানু। এ ঘটনায় মঙ্গলবার (২০ জানুয়ারি) তিনি ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

জিডি সূত্রে জানা যায়, জামিনে মুক্তি পাওয়ার পর আব্দুর রশিদ ইউনিয়ন পরিষদে গিয়ে জানতে পারেন, ইউপি সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি নারী সদস্য হাসনা ভানুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

পরবর্তীতে গত ১৫ জানুয়ারি হাসনা ভানু সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রশাসককে বিষয়টি জানাতে গেলে সেখানে উপস্থিত হয়ে আব্দুর রশিদ অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেন। অভিযোগ রয়েছে, তিনি প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন- অভিযোগ না তুললে তাকে হত্যা করা হবে।

হাসনা ভানু জানান, জুলাই আন্দোলনের পর বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী আত্মগোপনে চলে যান। পরে তাঁর ঘনিষ্ঠ সহযোগী আব্দুর রশিদ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে রশিদের বিরুদ্ধে ফতুল্লাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা হয় এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ অবস্থায় পরিষদের সদস্যরা ঐক্যবদ্ধভাবে ইউএনওর কাছে প্রশাসক নিয়োগের আবেদন করেন। এরপর থেকেই রশিদ তাকে হুমকি দিয়ে আসছেন বলে দাবি করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে আব্দুর রশিদ বলেন, হাসনা ভানুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সনজিব জোয়াদ্দার বলেন, “জিডির কপি আদালতে পাঠানো হবে। আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বশেষ

জনপ্রিয়