বন্দরে তিন গুম্বুজ জামে মসজিদে প্রথম জুম্মা: মিলাদ ও দোয়া
উৎসবমুখর পরিবেশে বন্দরে নবনির্মিত তিন গুম্বুজ জামে মসজিদে প্রথম জুম্মার নামাজ আদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বন্দর থানার দড়ি সোনাকান্দাস্থ উল্লেখিত জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে শত শত মুসল্লী মিলাদ ও দোয়ায় অংশ নেন।
মিলাদ ও দোয়ার পূর্বে দড়ি সোনাকান্দা পঞ্চায়েত ও তিন গুম্বুজ জামে মসজিদ কমিটির সভাপতি নূর হোসেন স্থানীয় মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, “মসজিদ নির্মাণের জন্য যারা দান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের দানের কারণে এ এলাকায় একটি দৃষ্টি নন্দিত মসজিদ নির্মাণ সম্ভব হয়েছে। আপনারা যে নিয়তে এ মসজিদ নির্মাণ কাজে দান করেছেন, মহান আল্লাহ তাদের দানগুলো কবুল করে নিন। সেই সাথে তাদের মনের আশাগুলো পুরণ করে দিন। মসজিদের অবশিষ্ট কাজগুলো সম্পন্ন করার জন্য এলাকাবাসীসহ দেশ ও প্রবাসে সকলের সহযোগিতা কামনা করছি।”
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দড়ি সোনাকান্দা তিন গুম্বুজ জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটির সেক্রেটারি আব্দুল মালেক, শাহজাহান, মঞ্জুরুল হোসেন মঞ্জু, জিল্লুর রহমান, নুর ইসলাম, ডাক্তার শফিউল্লাহ, আবুল হোসেন, মাহবুবুর রহমান, টুটুল আহমেদ, আলমগীর হোসেন, মফিজুল ইসলাম, দিনামিয়া, শফিকুল আলম হীরা, নিপু আহমেদসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন উল্লেখিত মসজিদের ইমাম ও খতিব মাওলানা সিরাজুল ইসলাম।
মিলাদ ও দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।





































