মদনপুর গেস্টহাউজে সেনাবাহিনীর অভিযানে আটক ৬
বন্দরে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে মদনপুর গেস্টহাউজ থেকে এক নারীসহ ৬ জনকে আটক করেছে সেনাবাহিনীর একটি চৌকস দল। এদের মধ্যে গেস্টহাউজের দুই কর্মচারীও রয়েছেন।
আটককৃতদের মধ্যে রয়েছেন গেস্টহাউজ কর্মচারী ইউনুস মোল্লার ছেলে আসিব মোল্লা (২১), জাকির হোসেন মিয়ার ছেলে রাকিব (২০), সোনারগাঁ থানার নানাকি পঞ্চমিঘাট এলাকার মতিউর রহমানের মেয়ে মিম আক্তার (২৫), কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ী এলাকার রবিন শেখের ছেলে মামুদ রানা (৩৪), একই এলাকার মৃত নাসির উদ্দিন মিয়ার ছেলে সবুজ (৩২) এবং বটেরকান্দী এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে কাইয়ুম (২২)।
বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে মদনপুর গেস্টহাউজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর চৌকস দল বন্দর থানায় সোপর্দ করে। পরে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে তাদের ২৯০ ধারায় আদালতে প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানান, মদনপুর গেস্টহাউজে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ বহিরাগতদের আনাগোনা লক্ষ্যণীয়ভাবে বেড়ে গেছে।
বন্দর থানা সূত্রে জানা গেছে, অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয়। অভিযানের সময় গেস্টহাউজে অসামাজিক কর্মকা-ে লিপ্ত থাকার কারণে ওই নারী ও গেস্টহাউজের কর্মচারীদের আটক করা হয়।





































