০৬ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৪১, ৬ ডিসেম্বর ২০২৫

বন্দরে কিশোরী গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বন্দরে কিশোরী গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে বাসযাত্রী কিশোরীর সঙ্গে সখ্যতা গড়ে গণধর্ষণের ঘটনায় জড়িত এজাহারনামীয় অন্যতম আসামি আল আমিনকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। 

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে কুমিল্লার লাঙ্গলকোট বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আল-আমিন (২৮) ধামগড় ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের চৌড়ারবাড়ি এলাকার আবু হানিফের ছেলে। মামলার এজাহারে তিনি ২ নম্বর আসামি হিসেবে উল্লেখ আছেন।

এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব জানায়, গত ২১ নভেম্বর সোনারগাঁ থেকে ঢাকার গেণ্ডারিয়া যাওয়ার উদ্দেশে বাসে ওঠে এক কিশোরী। পথে বাসের হেলপার রানা কথাবার্তার এক পর্যায়ে কিশোরীর সঙ্গে সখ্যতা গড়ে তুলে। যাত্রাবাড়ী না নামিয়ে তাকে কৌশলে মদনপুর এলাকায় নিয়ে যায়। পরে রানা ও সহযোগী আল আমিন কিশোরীকে বন্দরের ধামগড় ইউনিয়নের চৌড়ারবাড়ি এলাকায় আল আমিনের বাড়িতে ভয়ভীতি দেখিয়ে আটক রাখে। পরে একই রাতে আরো একজন যোগ দেয় পরবর্তীতে একে একে ধর্ষণ করে।

কিশোরী সুযোগ পেয়ে কিশোরী পালিয়ে স্থানীয় আজহারুল ইসলামের বাড়িতে আশ্রয় নিলে তিনি স্থানীয়দের সঙ্গে নিয়ে থানায় যান। পরবর্তীতে কিশোরীর বাবা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন।  

গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সর্বশেষ

জনপ্রিয়