বন্দরে ইয়াবাসহ নারী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। রোববার (৯ নভেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার ৩৮ বয়সী নূর জাহান বন্দর থানার নবীগঞ্জ রসুলবাগ এলাকার বাবু মিয়ার স্ত্রী। তার স্বামী বাবু মিয়ার বিরুদ্ধেও মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে।
বন্দর থানার উপপরিদর্শক ফারুক হোসেন জানান, শনিবার দিবাগ রাত সাড়ে ১২টার দিকে গ্রেপ্তার নারীর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৫ পিস ইয়াবাও পাওয়া যায়।





































