১০ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৮, ৯ নভেম্বর ২০২৫

শিক্ষকের বাড়িতে চুরি, ১২ দিনেও উদ্ধার হয়নি মালামাল

শিক্ষকের বাড়িতে চুরি, ১২ দিনেও উদ্ধার হয়নি মালামাল
সিসি ক্যামেরায় সন্দেহভাজন ব্যক্তি

নারায়ণগঞ্জে বন্দরে এক শিক্ষকের বাড়িতে চুরির ঘটনার সিসিটিভি ফুটেজে চোর শনাক্ত হলেও ১২ দিন পরেও মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। ধরতে পারেনি চুরির ঘটনায় জড়িতদেরও।

গত ২৭ অক্টোবর উপজেলার বাবুপাড়া এলাকায় বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষকের অভিযোগ, তার ঘরের তালা ভেঙে আলমারীতে রাখা ১ লাখ ১০ হাজার নগদ টাকা ও ১০ লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি করা হয়। তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি, উদ্ধার করতে পারেনি চুরি হওয়া মালামালও।

শিক্ষক আলাউদ্দিন বলেন, “বিষয়টি নিয়ে ওসি সাহেবের সঙ্গে কথা হয়েছে। এবং তাকে কিছু ভিডিও ফুটেজ ও ছবি দেয়া হয়েছে। তিনি কার্যকরি ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। কিন্তু এখনো কোনো অগ্রগতি নেই।”

সর্বশেষ

জনপ্রিয়