১০ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৮, ৯ নভেম্বর ২০২৫

বন্দরে শতফুটের সড়কে আবর্জনার স্তুপ, জনস্বাস্থ্য ঝুঁকি

বন্দরে শতফুটের সড়কে আবর্জনার স্তুপ, জনস্বাস্থ্য ঝুঁকি

নারায়ণগঞ্জের বন্দরের সিটি কর্পোরেশনের ১০০ ফুটের প্রশস্ত সড়কটি যেন এখন ময়লার ভাগাড়। স্থানীয় লোকজন ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীরা তাদের আবর্জনা প্রতিনিয়ত ফেলছেন সড়কটির উপর।

স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডে শতফুট প্রশস্ত সড়কটি ময়লার ভাগাড়ে পরিণত হওয়ার পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাও দায়ি। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরাও সময়মতো আবর্জনা পরিষ্কার না করায় সড়কটির প্রায় ৫০০ মিটারজুড়ে আবর্জনার স্তুপ। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ পথচারীদের। পড়তে হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিতেও।

এমনকি সড়কটির বড় একটি অংশ বিভিন্নজন দখল করে অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ফলে যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে।

স্থানীয় লোকজন বলছেন, সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়ার পর থেকে এ সমস্যা আরও প্রকট হয়েছে।

স্থানীয় এক নারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সিটি কর্পোরেশন বড় বড় রাস্তা করেছে ঠিকই। কিন্তু এগুলো রক্ষাবেক্ষণের কোন বালাই নেই। পরিচ্ছন্নকর্মীরাও ঠিকমতো কাজকর্ম করে না। যে কারণে প্রতিদিনই ময়লা-আবর্জনা স্তুপ আকারে রাস্তায় রাস্তায় পড়ে থাকে। এই সমস্যার সমাধান কেউ করছে না।”

সর্বশেষ

জনপ্রিয়