১৪ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:১৭, ১০ আগস্ট ২০২৫

আপডেট: ২০:৩৫, ১০ আগস্ট ২০২৫

বন্দরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে শনিবার (৯ আগস্ট) রাতে স্বল্পেরচক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হলেন- বন্দর থানার স্বল্পেরচক এলাকার নুর ইসলাম মিয়ার ছেলে মনির হোসেন (৪৫)।

এ ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক ফারুক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ১৪(৮)২৫) দায়ের করেছেন।

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করছিল। অভিযানকালে তার কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়