বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটি ঘোষণা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা কমান্ডের এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা কমান্ড ইউনিট কর্তৃক স্বাক্ষরিত অনুমোদনে বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন তোতাকে আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেনকে সদস্য সচিব করে ৭ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এই এডহক কমিটি ঘোষণা করেন।
এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা কাজী মোবারক এবং বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ লিয়াকত আলী।
কমিটি গঠনের প্রতিক্রিয়ায় বন্দরের মুক্তিযোদ্ধারা জানান, এই কমিটি আগামী দিনে মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কার্যক্রম তদারকি, মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ এবং একটি পূর্ণাঙ্গ নির্বাচিত কমিটি গঠনের প্রস্তুতি হিসেবে দায়িত্ব পালন করবে। পাশাপাশি সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করবে।