১৪ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:২০, ৯ আগস্ট ২০২৫

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বন্দরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বন্দরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের বন্দরে গাজীপুরের চান্দনায় চাঁদাবাজীর সংবাদ প্রকাশের জেরে দৈনিক কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল। এই আয়োজন করে বন্দরের উপজেলা পেশাজীবী সাংবাদিকরা।

শনিবার (৯ আগস্ট) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাস স্ট্যান্ডে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন দৈনিক ও টেলিভিশনের সাংবাদিকরা, যাদের মধ্যে আছেন—এস এম নাসের (ইনকিলাব), নুরুজ্জামান মোল্লা (মানবজমিন), দ্বীন ইসলাম হীরা (ভোরের কাগজ), আক্তার হোসেন (নাগরিক টিভি), সুমন হাসান (চ্যানেল এস), মনির হোসেন (বাংলাদেশের আলো), সোহেল প্রধান (মুক্ত খবর), সানাউল্লা মুন্সি (প্রাইম টিভি) ও অন্যান্য সাংবাদিক।

বক্তারা দ্রুত তুহিন হত্যার দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এবং সংবাদ প্রকাশে কোনরকম ভীতি-দরদাম মেনে নেওয়া হবে না।

সর্বশেষ

জনপ্রিয়