১৪ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:১৭, ৯ আগস্ট ২০২৫

বন্দরে স্কুলছাত্রী অপহরণ মামলায় অপহরণকারী গ্রেপ্তার

বন্দরে স্কুলছাত্রী অপহরণ মামলায় অপহরণকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে অষ্টম শ্রেণির এক ছাত্রী (১৩) অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপহরণকারী চক্রের সদস্য সাহেদকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত সাহেদ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কুড়িয়াভিটা এলাকার স্বপন মিয়ার ছেলে।

গত শুক্রবার (৮ আগস্ট) রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে পুলিশ তাকে মামলায় আদালতে প্রেরণ করেছে।

অপহৃত স্কুলছাত্রী কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

মামলার বাদী অপহৃত স্কুল ছাত্রীর মা জানান, দীর্ঘদিন যাবৎ সাহেদ ও তার সহযোগী নাদিম বিভিন্নভাবে মেয়েকে উত্ত্যক্ত করছিল। নাদিমের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা হুমকি দেয় এবং ৬ আগস্ট বিকেলে পূর্বপরিকল্পিতভাবে স্কুলছাত্রীকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটক রাখে।

মদনগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক মোমরেজ বলেন, ‘স্কুলছাত্রী অপহরণের ঘটনায় মামলার ৩নং এজাহারভুক্ত আসামী সাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

সর্বশেষ

জনপ্রিয়