০৮ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২০, ৭ জুলাই ২০২৫

কারিগরি শিক্ষার বিকল্প নেই: নারায়ণগঞ্জে শিক্ষা উপদেষ্টা

কারিগরি শিক্ষার বিকল্প নেই: নারায়ণগঞ্জে শিক্ষা উপদেষ্টা

“কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে এবং তাতে সামনের সারির কারিগর হবে কারিগরি শিক্ষার্থীরাই”—এমন মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার।

সোমবার (৭ জুলাই) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গোকুলদাসের বাগ এলাকায় জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসা এবং ভোকেশনাল স্কুল এন্ড বি.এম কলেজ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল আবরার বলেন, “আজকের যুগ হাতে-কলমে কাজ শেখার সময়। আমাদের প্রযুক্তি জানতে হবে, বিজ্ঞান শিখতে হবে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকেও আধুনিকায়ন করতে হবে। রাষ্ট্রও চায়, শিক্ষার্থীরা যেন কারিগরি দক্ষতা অর্জন করে নতুন বাংলাদেশের নির্মাতা হয়।”

তিনি আরও বলেন, “জুলাই মাস আমাদের গর্বের মাস। এ মাসে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদাভাবে অনুষ্ঠান করে শহীদদের স্মরণ করা উচিত। একসময় আমাদের কথা বলার অধিকার ছিল না, আমাদের প্রজা বানিয়ে রাখা হয়েছিল। কিন্তু শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে সেই শৃঙ্খল ভেঙেছে।”

শিক্ষা উপদেষ্টা জানান, “নির্বাচনের মাধ্যমে যারা জনপ্রতিনিধি হয়ে আসবেন, তারা এবং আমরা মিলে জনগণের স্বপ্ন বাস্তবায়নে কাজ করব। সমাজকে নতুনভাবে ঢেলে সাজাবো।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি জামাল উদ্দিন ভূঁইয়া।

এছাড়া উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

সর্বশেষ

জনপ্রিয়