মুকুল জনপ্রিয়-মানবিক নেতা, বন্দরের মানুষের আস্থার প্রতীক: সেন্টু

বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে নেতাকর্মীরা।
রোববার (৬ জুলাই) সকাল ১০টায় বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ডে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ ও ২৪নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু বলেন, “আতাউর রহমান মুকুল একজন জনপ্রিয় ও মানবিক নেতা। তিনি শুধু দুইবার চেয়ারম্যানই ছিলেন না, ছিলেন এই এলাকার মানুষের আস্থার প্রতীক। বিএনপি যখন দমন-পীড়নের শিকার, তখন মুকুল ভাই নেতাকর্মীদের সাহস ও ভরসার জায়গা হয়ে দাঁড়ান। তাঁর ওপর হামলা মানে গণতন্ত্র ও মানবাধিকারের ওপর বর্বর আঘাত।”
২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম মজনু, মহানগর বিএনপি নেতা অ্যাড. আনিস, আব্দুর রাশেদ টিটু, মেজবাহ উদ্দিন স্বপন, ফারুক চৌধুরী, মোস্তাকুর রহমান, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদ মেম্বার প্রমুখ।
বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলার মূলহোতা ‘ডন বজলু’সহ সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানান এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা আবুল কাশেম, ২০নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি জাব্বার পাঠান, ১৯নং ওয়ার্ড বিএনপি নেতা জুবায়ের চৌধুরী, স্বপন, জাকির, ২৩নং ওয়ার্ড বিএনপি নেতা খোকন, ২৪নং ওয়ার্ড বিএনপি নেতা হানিফ, রনি, মোস্তাক, মালেক মেম্বার, আসলাম, আলী আকবর, ২৩নং ওয়ার্ড বিএনপি নেতা খসরু, রাজিব, মাসুদ, মোক্তার হোসেন, ২১নং ওয়ার্ড বিএনপি নেতা মাসুদ রানা, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা শাফিউদ্দিন শাফি, ধামগড় ইউনিয়ন বিএনপি নেতা বাহাউদ্দীন, মুছাপুর ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর, মিজানুর রহমান প্রমুখ।