সোনারগাঁও সরকারি কলেজে ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সোনারগাঁও সরকারি কলেজ শাখার ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে নিশাত হোসাইন সাকিবকে সভাপতি এবং পলাশ প্রধানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ১১টায় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী এক বছরের জন্য এই কমিটি কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন– সহ-সভাপতি রিয়াদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক বিথী সরকার, সাংগঠনিক সম্পাদক মো. সামাদ, দপ্তর সম্পাদক মো. ইমন, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম ইমব, প্রচার সম্পাদক আল আমিন, ছাত্রী বিষয়ক সম্পাদক সূচনা আক্তার, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক সাদিয়া আক্তার, কার্যনির্বাহী সদস্য সাকিব ও অমিত হাসান।