০৪ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২:৪৩, ৩ জুলাই ২০২৫

বন্দরে ইসলামী আন্দোলনের নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

বন্দরে ইসলামী আন্দোলনের নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে মাদক সেবনে বাধা দেয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বন্দর থানা উত্তরের সভাপতি ডা. আব্দুল্লাহ আল মামুন-এর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় মাদক সিন্ডিকেটের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মারাত্মক জখম করে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২ জুলাই) রাত ৯টার দিকে বন্দর উপজেলার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় মাদকসেবীদের মাদক সেবনে বাধা দেয়ায় তারা ক্ষিপ্ত হয়ে ডা. মামুনকে টার্গেট করে। এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে আমিরাবাদ এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। হামলায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ভিকি, ইমন, সুজন ও নাজিম-সহ আরও কয়েকজন জড়িত বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ‘প্রশাসন যদি হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নেয়, তাহলে উদ্ভূত পরিস্থিতির দায় প্রশাসনকেই নিতে হবে।’

সর্বশেষ

জনপ্রিয়