ইসলামী আন্দোলনের নেতার ওপর হামলায় গণসংহতির নিন্দা

নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে গণসংহতি আন্দোলন। বৃহস্পতিবার (৩ জুলাই) গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন ও মহানগর সমন্বয়কারী মো. বিপ্লব খান এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ২ জুলাই রাতে নারায়ণগঞ্জের বন্দর থানার আমিনাবাদ এলাকায় মাদকসেবীদের মাদক গ্রহণে বাধা দিলে ইসলামী আন্দোলনের বন্দর থানা (উত্তর) শাখার সভাপতি ডা. মো. আব্দুল্লাহ আল মামুনের ওপর সন্ত্রাসীরা নৃশংস হামলা চালায়। এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি এ হামলার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
নেতারা আরও জানান, এর আগেও ইসলামী আন্দোলনের মহানগর কমিটির সহ-সভাপতির ওপর হামলার ঘটনা ঘটেছে। একের পর এক এমন হামলা নগরবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।
বিবৃতিতে তারা বলেন, “মাদক আজ সমাজে মহামারি রূপ নিয়েছে। মাদক থেকেই পারিবারিক কলহ, কিশোর গ্যাং, সামাজিক উশৃঙ্খলতা এমনকি খুনের মতো ঘটনাও ঘটছে। জেলা প্রশাসন একাধিকবার মাদকবিরোধী পদক্ষেপের আশ্বাস দিলেও তার বাস্তব প্রতিফলন আমরা পাচ্ছি না।”
গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের প্রতি মাদকবিরোধী কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং ডা. মামুনের ওপর হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।