২৪ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৪৫, ৫ অক্টোবর ২০২৫

আপডেট: ২২:২৮, ৫ অক্টোবর ২০২৫

আড়াইহাজারে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

আড়াইহাজারে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

আড়াইহাজারে বজ্রপাতে ওয়াসিম (১৩) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াসিম উলুকান্দি গ্রামের দিলা মিয়ার ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

নিহত শিশুর চাচা জহিরুল ইসলাম জানান, বিকেলে গরুকে ঘাস খাওয়ানোর পর গোয়ালঘর থেকে বের হওয়ার সময় ওয়াসিম বজ্রাঘাতে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফজলুল হক বলেন, “ওয়াসিমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।”

সর্বশেষ

জনপ্রিয়