২১ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৪৩, ২০ আগস্ট ২০২৫

আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ডাকাতি

আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহোন গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, রাত আড়াইটার দিকে মনিরের মালিকানাধীন পাশাপাশি দুটি বাড়িতে হানা দেয় একদল ডাকাত। এসময় তারা গৃহকর্তা মনিরের দুই ছেলে আজিজুল ও জহিরকে মারধর করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার, ১২ ভরি রৌপ্যালংকার, নগদ ৭০ হাজার টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল।

নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ-অঞ্চল) মেহেদী ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ

জনপ্রিয়