আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহোন গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রাত আড়াইটার দিকে মনিরের মালিকানাধীন পাশাপাশি দুটি বাড়িতে হানা দেয় একদল ডাকাত। এসময় তারা গৃহকর্তা মনিরের দুই ছেলে আজিজুল ও জহিরকে মারধর করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার, ১২ ভরি রৌপ্যালংকার, নগদ ৭০ হাজার টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল।
নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ-অঞ্চল) মেহেদী ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”