সংগঠক সম্মাননা পেলেন জাহাঙ্গীর ডালিম
রৌদ্রছায়া সংগঠক সম্মাননা পেলেন কবি, সাংবাদিক, যুগান্তর স্বজন সমাবেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি জাহাঙ্গীর ডালিম। শুক্রবার (৪ অক্টোবর) বিকাল ৩টা জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে তার হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চিএশিল্পী মামুন হোসাইন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন প্রাবন্ধিক তারাপদ আচার্য, সাংবাদিক রণজিৎ মোদক।
আরও যারা রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা-২০২৩ পেয়েছেন তারা হলেন, কবিতায় নব্বই দশকের কবি আল হাফিজ, এস এম এনামুল হক প্রিন্স, সৈয়দ আহসান কবীর, গল্পে সৈয়দ এনাম-উল আজিম, উপন্যাসে আলহাজ্ব লুৎফা জালাল, ছড়ায় মো. আলী আশরাফ সিকদার, প্রবন্ধে কবি ও সাংবাদিক শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক এম সামাদ মতিন।





































