১১ ডিসেম্বর ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২১:১৮, ২৬ জুন ২০২৪

‘জালালুদ্দিন রুমী: আন্তধর্ম দর্শন’ শীর্ষক সেমিনার শুক্রবার

‘জালালুদ্দিন রুমী: আন্তধর্ম দর্শন’ শীর্ষক সেমিনার শুক্রবার

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক কর্মসূচির অধিনে ‘জালালুদ্দিন রুমী: আন্তধর্ম দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার (২৮ জুন) বিকাল পাঁচটায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পরীক্ষণ হলে (পাঁচতলা) অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রফিউর রাব্বি। আলোচনা করবেন জাহিদুল হক দীপু, রহমান সিদ্দিক ও সেমিনারে অংশ নেয়া দর্শক-শ্রোতাবৃন্দ। সভাপতিত্ব করবেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল। 

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট জানায়, জালালুদ্দিন রুমী ত্রয়োদশ শতকের অন্যতম প্রভাবশালী কবি। ফার্সী ভাষায় রচিত গ্রন্থের মধ্যে সাধারণত চারটি গ্রন্থকে বিখ্যাত হিসেবে উল্লেখ করা হয়ে থাকে, ফেরদৌসীর ‘শাহনামা’, শেখ শাদীর ‘গুলিস্তাঁ’, রুমীর ‘মসনবী’ এবং হাফিজ-এর ‘দিওয়ান’। এসবের মধ্যে জালালুদ্দিন রুমীর মসনবী সারাবিশ্বে সবচেয়ে জনপ্রিয় ও বহুল পঠিত গ্রন্থ। মসনবীকে ফার্সী ভাষার কোরআন বলেও কেউ কেউ উল্লেখ করে থাকেন। মসনবীতে সুফী কাব্যের চ‚ড়ান্ত বিকাশ ঘটেছে। এতে রয়েছে ধর্মের শিকড়, প্রকৃতি ও চিরন্তন জ্ঞানের রহস্য। রূপকে উপস্থাপিত ছয় খণ্ডের কাব্য মসনবী রচনায় রুমীর সময় লেগেছে দশ বছর। ‘জালালুদ্দিন রুমী : আন্তধর্ম দর্শন’ সেমিনারটি সবার জন্য উন্মুক্ত। 


 

সর্বশেষ

জনপ্রিয়