০৪ জুলাই ২০২৫

প্রকাশিত: ২৩:৩৯, ৮ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ২০:০২, ৯ ফেব্রুয়ারি ২০১৯

আ'লীগের সংরক্ষিত নারী আসনে নেই নারায়ণগঞ্জের কেউ

আ'লীগের সংরক্ষিত নারী আসনে নেই নারায়ণগঞ্জের কেউ

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের কারোর নাম ছাড়া ঘোষণা করা হয়েছে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের নাম। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা শেষে নাম ঘোষণা করা হয়।

রাত সাড়ে ১০টার দিকে গণভবন থেকে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্যের জন্য একযোগে ৪১ জনের নাম ঘোষণা করেন তিনি।

এবার নারায়ণগঞ্জ থেকে আওয়ামীলীগের ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তারা হলেন বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, আওয়ামী লীগের সাবেক এমপি সারাহ বেগম কবরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো: শহীদ বাদলের সহধর্মিনী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদা হাসনাত, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর ড. শিরিন বেগম, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান খান স্মৃতি, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মনোয়ারা বেগম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ভাষা সৈনিক মরহুম মফিজুল ইসলামের কন্যা আলিয়া মফিজ, আওয়ামী লীগের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের সহধর্মিনী রুবিয়া সুলতানা, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও স্ট্যামফোর্ড ইউনিভাসিটির আইন বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক যুগ্ম-সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁ উপজেলা মহিলা লীগের সভানেত্রী এড. নুরজাহান, এবং সাবেক কেন্দ্রীয় যুব মহিলা লীগ নেত্রী লন্ডন প্রবাসী শারমিন আমির। 

নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী মুন্সীগঞ্জ থেকে ফজিলাতুন নেসাকে মনোনয়ন দেয়া হয়েছে। সেই ক্ষেত্রে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের আর কারোর মনোনয়ন পাওয়ার সুযোগ নেই। অপরদিকে আশা টিকে রয়েছে জাতীয় পার্টি থেকে মনোনয়ন নেয়া প্রয়াত সংসদ সদস্য এ কে এম নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমানের।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের মধ্যে আওয়ামী লীগের প্রাপ্ত আসন ৪৩টি। সেই হিসাবে এখনও দুটি আসনের মনোনয়ন বাকি রয়েছে।    

 

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়