০৩ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫৯, ২ জুলাই ২০২৫

জুলাই আন্দোলনের শহীদ-আহতদের জন্য ইসলামী আন্দোলনের দোয়া

জুলাই আন্দোলনের শহীদ-আহতদের জন্য ইসলামী আন্দোলনের দোয়া

জুলাই-আগস্ট গণআন্দোলনে আহতদের সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা। বুধবার (২ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে এই দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়ার পূর্বে তিনি মহানগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। আন্দোলনের সময় তিনি গুরুতর আহত হন।

দোয়ায় আরও উপস্থিত ছিলেন নগর অর্থ সম্পাদক মুহা. ইসমাইল, মহিলা ও পরিবার সম্পাদক সাইয়্যেদ রিদওয়ান, জাহাঙ্গীর আলমসহ দলের নেতাকর্মীরা।

এ সময় মুফতি মাসুম বিল্লাহ বলেন, “জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আল্লাহ যেন শহীদদের জান্নাতুল ফিরদাউস দান করেন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করেন।”

তিনি আরও বলেন, “গণহত্যায় যারা জড়িত, তাদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে হতে হবে। অন্যথায় দেশে পুনরায় স্বৈরাচার প্রতিষ্ঠিত হতে পারে। বিশ্বের ৯২টি দেশে এই পদ্ধতি কার্যকরভাবে চালু আছে।”

সর্বশেষ

জনপ্রিয়