২৪ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:২৯, ২৪ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ-৫ আসনে গণভোটের ’অ্যাম্বাসেডর’ নিরব রায়হান

নারায়ণগঞ্জ-৫ আসনে গণভোটের ’অ্যাম্বাসেডর’ নিরব রায়হান

নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গণভোটের প্রার্থী (অ্যাম্বাসেডর) হিসেবে মনোনীত হয়েছেন নিরব রায়হান।

গণভোটের প্রচারণা জোরদার করতে দেশের ২৩৮টি আসনে দলীয় গণভোট প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ-৫ আসনে নিরব রায়হানকে মনোনয়ন দেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, পূর্বঘোষিত ১০ দলীয় জোটের আওতাভুক্ত ৩০টি আসন বাদ দিয়ে বাকি ২৭০টি আসনে গণভোটের জন্য প্রার্থী দেওয়ার পরিকল্পনা ছিল দলের। প্রথম ধাপে ২৩৮টি আসনে গণভোট প্রার্থী ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, গণভোটের প্রচারণা এবং ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে এনসিপি নানা কর্মসূচি গ্রহণ করেছে। প্রান্তিক জনগোষ্ঠী ও গ্রামের অলিগলিতে গণভোটের বার্তা পৌঁছানো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এসময় তিনি অভিযোগ করেন, মাঠপর্যায়ে গণভোটকে ঘিরে বিভ্রান্তিকর গুজব ছড়ানো হচ্ছে। ‘না’ ক্যাম্পেইনের অংশ হিসেবে সংবিধান থেকে ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়ার মতো অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। এসব গুজব মোকাবিলায় সচেতনতা তৈরির লক্ষ্যে গণভোট প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ঘোষিত প্রার্থীরা নিজ নিজ আসনে গণভোটের পক্ষে প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

নারায়ণগঞ্জ-৫ আসনের গণভোট প্রার্থী নিরব রায়হান এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক। তিনি দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির গণভোট বিষয়ক উপকমিটির সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক ছিলেন।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় নিরব রায়হান বলেন, “এবারের গণভোট একটি ঐতিহাসিক মুহূর্ত। গণতন্ত্রের উত্তরণ, সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার নিশ্চিত করতে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই।”

তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সর্বস্তরের জনগণের প্রতি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, গণভোটের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া ও ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করাই তার প্রধান দায়িত্ব।

সর্বশেষ

জনপ্রিয়