নির্বাচিত হই বা না হই, সবসময় নারায়ণগঞ্জবাসীর পাশে থাকবো: সিরাজী
নারায়ণগঞ্জ-৪ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী বলেছেন, “নির্বাচিত হই বা না হই, আমি সবসময় নারায়ণগঞ্জবাসীর পাশে থাকবো। আমি আপনাদের নারায়ণগঞ্জেই বড় হয়েছি, এখানেই আমার বসবাস। আমি আপনাদেরই সন্তান। তাই নির্বাচিত হই বা না হই, সবসময় আপনাদের পাশে থাকতে চাই।”
শনিবার (২৪ জানুয়ারি) কাশীপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এ সময় কাশীপুরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন তিনি।
গণসংযোগকালে মুফতি ইসমাঈল সিরাজী বলেন, “জনগণের খেদমত একটি মহৎ কাজ এবং এটি নবী করীমের (সা.) শিক্ষা। নিজ সম্প্রদায়ের মানুষের সেবা করা অত্যন্ত আনন্দের বিষয়। রাজনীতি ক্ষমতা অর্জনের মাধ্যম নয়, বরং মানুষের কল্যাণে কাজ করার একটি দায়িত্ব।”
নারায়ণগঞ্জবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মাদ শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ ওমর ফারুক, সহকারী সমন্বয়কারী মুহাম্মাদ জুবায়ের হোসেন, আমিন উদ্দিন, কাশীপুর ইউনিয়ন শাখার সভাপতি শাহাদাত হোসাইন রানা, সহ-সভাপতি মুফতি ইমদাদুল হক এবং সেক্রেটারি শফিকুল ইসলাম সেন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।





































