কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
উৎসবমুখর পরিবেশে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কমিটির অনুমোদন দেন।
নবগঠিত ৩১ সদস্যবিশিষ্ট কমিটিতে শহিদুর রহমান সহিদ প্রধানকে সভাপতি এবং মোহাম্মদ মনির হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ পলাশ, সহ-সভাপতি শামীম মন্ডল, মো. মাসুদ রানা, মঞ্জুর হোসেন, যুগ্ম সম্পাদক মো. জনি সরকার, মো. ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন সাদাগর, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জিয়াবল, দপ্তর সম্পাদক মোহাম্মদ দুলাল।
নবনির্বাচিত সভাপতি শহিদুর রহমান সহিদ প্রধান বলেন, “আমি মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মুকুল ভাই ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভাইকে কৃতজ্ঞতা জানাই আমাকে এত বড় দায়িত্ব দেওয়ার জন্য। কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করছি।”





































