অঞ্জন দাস ও গিয়াসউদ্দিনের সাক্ষাৎ: শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা
গণসংহতি আন্দোলন (জিএসএ) মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী, জিএসএ নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী ও গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান অঞ্জন দাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দায়িত্বশীল ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতি জোরদার করার প্রয়াসে নারায়ণগঞ্জের আঞ্চলিক রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগের অংশ হিসেবে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক প্রেক্ষাপট, এলাকায় শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা, নির্বাচনী নিরাপত্তা, ভোটারদের অধিকার, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা ও ভবিষ্যৎ উন্নয়নযাত্রা নিয়ে বিস্তৃত মতবিনিময় হয়।
উভয় নেতা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার বাইরে গিয়ে গণতন্ত্র, রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা এবং জনগণের জীবনমান উন্নয়নে দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরেন।
অঞ্জন দাস বলেন, “ভিন্ন রাজনৈতিক মত থাকলেও স্থানীয় জনগণের নিরাপত্তা, উন্নয়ন এবং মৌলিক স্বার্থে সকল পক্ষের দায়িত্বশীল অবস্থান গণতন্ত্রকে শক্তিশালী করে।”
তিনি জনআকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “অঞ্চলভিত্তিক জটিল সমস্যাগুলো সমাধানে উন্মুক্ত সংলাপ, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা এবং রাজনৈতিক ভদ্রতা অপরিহার্য।”
তিনি সহিংসতামুক্ত, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনায় কর্মসংস্থান, শ্রমিক অধিকার, স্থানীয় উন্নয়ন, তরুণদের সুযোগ বৃদ্ধি, নারীর নিরাপত্তা এবং জনসেবা কাঠামোর সংকটসহ বিভিন্ন ইস্যু গুরুত্ব পায়।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জনগণের কল্যাণ, গণতান্ত্রিক অধিকার ও স্থিতিশীলতাই সবার অভিন্ন লক্ষ্য হওয়া উচিত।
সাক্ষাতে উপস্থিত ছিলেন পপি রাণী সরকার, মোঃ জিয়াউর রহমান, মোঃ সোহাগ, নাজমা বেগম, সাইদুর রহমান, রনি শেখ, সাকিব হাসান সানিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।





































