আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল
দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আন্দোলনরত সমমনা আট দলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ফজর নামাজের পর শহরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে অবস্থান নেন। এ সময় তারা দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও খুনি হাসিনার ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। কিছুক্ষণ অবস্থানের পর চাষাঢ়া দুই নম্বর গেইট থেকে ডিআইটি পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ডিআইটিতে কিছুক্ষণ অবস্থান করার পর মজলিস নেতাকর্মীদের দিনব্যাপী শহরজুড়ে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দিয়ে প্রোগ্রাম শেষ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ও মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, মহানগর সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহআলম, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, নুর মোহাম্মদ খান, হানিফ কবির বাবুল, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, শ্রমিক মজলিসের জেলা সেক্রেটারি আবু কাউসার সরকার প্রমুখ।





































