০৭ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫১, ১০ নভেম্বর ২০২৫

খানপুর হাসপাতালে পূর্ণাঙ্গ ওয়ান-স্টপ সেন্টার চালুর দাবি

খানপুর হাসপাতালে পূর্ণাঙ্গ ওয়ান-স্টপ সেন্টার চালুর দাবি

ধর্ষণ ও যৌন সহিংসতার শিকার নারীদের দ্রুত চিকিৎসা ও ন্যায়বিচার নিশ্চিত করতে শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পূর্ণাঙ্গ ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার চালুর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা সমন্বয় কমিটির সদস্য সোনিয়া আক্তার লুবনা।

সোমবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “আমাদের স্পষ্ট দাবি, খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে অবিলম্বে ধর্ষণ ও যৌন সহিংসতার শিকার নারীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের আওতায় আনতে হবে।”

তিনি আরও বলেন, “ধর্ষণের শিকার নারীদের চিকিৎসা ও ন্যায়বিচারের পথে সবচেয়ে বড় বাধা হলো দেরি। দেরিতে চিকিৎসা মানে প্রমাণ নষ্ট হওয়া এতে দোষীর মুক্তি এবং ভিকটিমের দ্বিতীয়বার মানসিক নির্যাতনের শিকার হতে হয়”

“আমরা দাবি করছি আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে, ফরেনসিক পরীক্ষা সম্পন্ন করার ব্যবস্থা রাখতে হব এবং আইনি প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সকল আলামত সংরক্ষণের নিরাপদ ও সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে হবে”, যোগ করেন লুবনা।

তিনি আরও বলেন, “ভিকটিম যেন দেশের যেকোনো সরকারি হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসা ও ন্যায়বিচারের প্রথম ধাপের সহায়তা পান, এই দায়িত্ব সরকারের।”

সর্বশেষ

জনপ্রিয়