১৩ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২০, ১২ অক্টোবর ২০২৫

৫ দফা দাবিতে ডিসিকে ইসলামী আন্দোলনের স্মারকলিপি

৫ দফা দাবিতে ডিসিকে ইসলামী আন্দোলনের স্মারকলিপি

নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও নগর ও থানা নেতৃবৃন্দ রবিবার (১২ অক্টোবর) দুপুর ২টায় জেলা প্রশাসকের কাছে ৫ দফা দাবি বিষয়ক স্মারকলিপি পেশ করেন।

দাবিসমূহ: আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজন। জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত। ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের সহায়ক জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, “দাবিসমূহ বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং আগামী নির্বাচনের আয়োজন সম্ভব হবে। তাই আমরা জেলা প্রশাসকের কাছে জোর দাবিসহ এই স্মারকলিপি পেশ করেছি।”

এসময় উপস্থিত ছিলেন মহানগরের সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহাম্মদ সোহেল প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়