২০ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৮, ১৭ আগস্ট ২০২৫

বার নির্বাচন: প্রচারণায় ব্যস্ত বিএনপন্থী আইনজীবী প্যানেল

বার নির্বাচন: প্রচারণায় ব্যস্ত বিএনপন্থী আইনজীবী প্যানেল

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রচারণায় ব্যস্ত বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন আইন পেশায় নিয়োজিত বিএনপি নেতারাও।

রোববার (১৭ আগস্ট) দুপুরে আদালতপাড়ায় গণসংযোগ করেন সরকার হুমায়ূন কবির ও আনোয়ার প্রধানের নেতৃত্বে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা।

এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুও উপস্থিত ছিলেন।

তারা সাধারণ আইনজীবীদের সঙ্গে কথা বলেন এবং ভোট প্রার্থনা করেন। এ সময় প্যানেলের পক্ষে স্লোগান দেন অন্যান্য আইনজীবীরা।

প্রচারণায় উপস্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, “আমরা গণতন্ত্রের বিকাশ ঘটাতে চাই। এবার সমিতির নির্বাচন সর্বজনীন হবে। আমাদের বিপক্ষে যারা দাঁড়িয়েছে তাদেরকেও আমরা সহযোগিতা করবো, যেন একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে বার (আইনজীবী সমিতি) কলঙ্কমুক্ত হয়। এবং গত ১৫ বছর আইনজীবীদের ভোটের ক্ষেত্রে যে বৈষম্য ছিল; হুমকি, নির্যাতন ও জুলুমের ভয় ছিলÑ সেখান থেকে মুক্ত রাখতে চাই।”

প্রচারণায় আরও উপস্থিত ছিলেন এ প্যানেলের জ্যেষ্ঠ সহসভাপতি প্রার্থী কাজী আব্দুল গাফ্ফার, সহসভাপতি প্রার্থী সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ প্রার্থী শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক প্রার্থী মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক প্রার্থী হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক প্রার্থী আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক প্রার্থী রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক প্রার্থী মামুন মাহমুদ, কার্যকরী সদস্য প্রার্থী আনিসুর রহমান, ফাতেমা আক্তার সুইটি, তেহসিন হাসান দিপু, দেওয়ান আশরাফুল ইসলাম ও আবু রায়হান।

সর্বশেষ

জনপ্রিয়